উল্লিখিত বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ১২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের ০৪.০০.০০০০.৮৩১.০৬.০০১.২১.২০ স্মারকে এটাচম্যান্টে সংযুক্ত পত্রটির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলো।
পত্রটির মর্মানুসারে সরকারি ব্যয় সংকোচনের স্বার্থে সকল সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকতে হবে এবং তা Bangladesh National Portal এর আওতায় তৈরি করতে হবে। উপজেলা পর্যায়ের নব্য জাতীয়করণকৃত সরকারি স্কুল কলেজের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তাই এক্ষণে
১. উপজেলা পর্যায়ের সরকারি স্কুল ও কলেজসমূহের ওয়েবসাইট (যাদের নেই) জাতীয় তথ্য বাতায়নের আওতায় তৈরির জন্য নিম্নে প্রদত্ত লিংক
http://npftr.portal.gov.bd/
জেলার ক্ষেত্রে
২. জেলা পর্যায়ের সরকারি স্কুল ও কলেজসমূহের ওয়েবসাইট (যাদের নেই) জাতীয় তথ্য বাতায়নের আওতায় তৈরির জন্য নিম্নে প্রদত্ত লিংক
http://npftr.portal.gov.bd/
এ বিষয়ে সমন্বয়কারী হিসেবে জনাব মাইনুল আবেদীন, সিনিয়র সহকারি সচিব ও কনসালটেন্ট, এটুআই (মোবাইল: +880 1717-825713) এবং
বিঃদ্রঃ শুধুমাত্র সরকারি স্কুল ও কলেজ থেকে আবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
বিভিন্ন উপজেলা থেকে যে সকল পোর্টাল তৈরির অনুরোধ পেয়েছি, সেগুলোর মাঝে অনেক বেসরকারি স্কুল ও কলেজও রয়েছে। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান সমূহ আপাতত আমাদের এই কার্যক্রমের আওতাভুক্ত নয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS